মোস্তফা বকস্, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার করিমপুর চা বাগানের ও মুরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খোকন নাইডু ও খলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা গীতশ্রী নাইডু এর মেয়ে এবং মুরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী, জাতীয় শিশু প্রতিযোগিতায় ( ২০২৩ খ্রীঃ) ছাড়া গানে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছিল। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৪খ্রীঃ( ক্রীড়া, সাংস্কৃতিক বিষয়ভিত্তিক কুইজও কাবিং) সে নিজ বিদ্যালয়সহ ইনিয়ন ও উপজেলা পর্যায়েও শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়াও সে ইউনিয়ন, উপজেলা পেরিয়ে জেলা পর্যায়ে সংগীতে ৩ বার শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করে। ২০২৪ খ্রীঃ জাতীয় শিশু প্রতিযোগিতায় কবিতা আবৃত্তিতে ২য় এবং ইংরেজি বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় জেলা পর্যায়ে ৩য় স্থান অর্জন করে। তার এ সফলতার পেছনে তাঁর মা,গীতশ্রী নাইডু বাবা খোকন নাইডুসহ জেলা শিল্পকলার গানের শিক্ষকদের ভূমিকা রয়েছে, এছাড়াও সে লেখাপড়া ও সংগীতের পাশাপাশি আবৃত্তি, ছবি আঁকা,গল্প বলা সহ বিভিন্ন প্রতিযোগিতায় সফলতা অর্জন করে আসছে। এ সফলতায় তাঁর মা,বাবা তাদের মেয়ের জন্য সকলের কাছে (দোয়া) আসির্বাদ কামনা করেন।
যশোর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক যশোরের দর্পণ নিয়মিত পড়ুন ও বিজ্ঞাপন দিন
Copyright © 2024 দৈনিক যশোরের দর্পণ. All rights reserved.