তহিদুল ইসলাম নিজস্ব প্রতিবেদক
আসন্ন মণিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোটর সাইকেল প্রতীকের প্রার্থী প্রভাষক ফারুক হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের পুরাতন কার্যালয়ে মহিলা আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমাতুন্নাহারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে আমাদের মণিরামপুরের স্থানীয় সংসদ সদস্য এস এম ইয়াকুব আলীর নির্দেশনায় সকল প্রকার দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছি। আগামীতেও আপনাদের সেবা করার লক্ষ্যে উপজেলা নির্বাচন করতে চাই। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি বিশ্বাস করি বিপুল ভোটে নির্বাচিত হবো।এসময় উপস্থিত ছিলেন রোহিতা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ঝর্না বেগম, সাধারণ সম্পাদক রুকাইয়া বেগম, কাশিমনগর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীনা বেগম, সাধারণ সম্পাদক সালেহা বেগম, ভোজগাতী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি রেশমা বেগম, সাধারণ সম্পাদক বিউটি রানীসহ অন্যান্য নেতৃবৃন্দ।