1. admin@jashorerdarpan.com : admin :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ প্রেসক্লাব মানিকগঞ্জ জেলা শাখার কার্যকারী কমিটির কমিটির অনুমোদন যশোর জেলা যুব দল নেতা নাসিম রেজা’কে দৈনিক ফুলতলা প্রতিদিন পত্রিকার বার্তা সম্পাদক করায় যুবদলের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা বগুড়া আদমদিঘীতে ভবনের কাজ শেষ হয়নি ৫ বছরেওবিঘ্নিত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান ট্রেনে কাটা  পড়ে অজ্ঞাতনামা এক তরুণের মৃত্যু বগুড়ায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে তাল গাছের চারা রোপণ বগুড়া  সদর থানায় অগ্নিসংযোগ ঘটনার মামলায় তিন জন গ্রেপ্তার  কেশবপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে সুধীজনের মতবিনিময় যশোরের কুয়াদায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীদের ২০২৪ সালের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরা খলিশাখালির মৎস্যঘের জবর দখল ও লুঠপাটের হুমকিতে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

ঈদুল ফিতরের গুরুত্ব ও শিক্ষা

দৈনিক যশোরের দর্পণ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১১৫ বার পঠিত

ফরিদ হুসাইন, মাগুরা :

হিজরি বর্ষপঞ্জি অনুসারে রমজান মাসের শেষে শাওয়াল মাসের ১ তারিখে ঈদুল ফিতর উৎসব উদ্‌যাপন করেন মুসলমানরা। তাই চাঁদরাতের দিন শাওয়ালের বাঁকা চাঁদ বয়ে আনে মুমিন মুসলমানের মনে আনন্দ ও উচ্ছ্বাস। ঈদুল ফিতরের বাংলা অর্থ রোজা ছাড়ার আনন্দ। ইসলাম ধর্মাবলম্বীদের দুটো সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি হলো এ রোজার ঈদ। মহানবীও রমজানের রোজার শেষে উদ্‌যাপন করেছেন ঈদ। সেই সঙ্গে তিনি আমাদের দেখিয়ে গেছেন ধর্মীয় এ উৎসবটির তাৎপর্য ও গুরুত্ব। যেমন রোজার ঈদ নিয়ে  রাসুল (সা.) ঘোষণা করেন, সিয়াম পালনকারীদের জন্য দুটি আনন্দ আছে। একটি হলো যখন সে ইফতার করে তখন ইফতারির মাধ্যমে আনন্দ পায় (ঈদের মাধ্যমেও) আর দ্বিতীয়টি হলো যখন সে তার প্রভুর সঙ্গে মিলিত হবে তখন সে তার সিয়ামের জন্য আনন্দিত হবে। (মুসলিম, হাদিস : ২৫৯৬) ঈদ শুধু আনন্দই নয়, ইবাদতও বটে। এ প্রসঙ্গে হজরত আবু উমামা (রা.) বলেন, যে ব্যক্তি ঈদের রাতে ঈমানের সঙ্গে এবং সওয়াবের নিয়তে জাগ্রত থেকে ইবাদত করে, তার অন্তর কিয়ামতের বিভীষিকা হতে মুক্ত থাকবে। ঈদুল ফিতরে যেমন আছে আনন্দ ও ইবাদত, তেমনি আছে সুসংঘবদ্ধতার মহান শিক্ষাও। এ শিক্ষা রুচিশীল ও মননশীল সংস্কৃতির শিক্ষা। ঈদুল ফিতরের প্রথমেই যে শিক্ষার কথা বলা যায় তা হলো নিয়মানুবর্তিতা। চাঁদ দেখে রমজান মাসের রোজা শুরু থেকে শেষ করা পর্যন্ত যে ধর্মীয় বিধান তা আমাদের নিয়মানুবর্তিতার শিক্ষা দেয়। সঠিক সময়ে ইফতার, সেহরি, ঈদগাহের নামাজ আদায়ের মধ্য দিয়েও সময়ানুবর্তিতার শিক্ষাও পাওয়া যায় এই ঈদ থেকে। এসবের মাধ্যমে ঈদুল ফিতরে এক উজ্জ্বল ও সুন্দর শৃঙ্খলাবোধের সম্মিলন ঘটেছে বলা যায়। ব্যক্তিগত জীবনে সঠিক পথের দিক নির্দেশনাও রয়েছে রোজার এই ঈদে। ঈদের দিন আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। তাদের সঙ্গে দেখা সাক্ষাতের বড় সুযোগ পাওয়া যায় এ ঈদের ছুটিতেই। এ সম্পর্কে রাসুলুল্লাহু (স.) বলেছেন, যে আখেরাতে বিশ্বাস করে, সে যেন আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক বজায় রাখে। (সহিহ বুখারি : ৬১৩৮) ঈদের দিনে গোসল করা, নতুন পোশাক পরিধান, সুগন্ধি ব্যবহার ইত্যাদির মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও উন্নত মন-মানসিকতার শিক্ষা লাভ করা যায়। এ ছাড়া ঐক্য, শক্তি, শান্তি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত হওয়ার বৈষয়িকতা ও আধ্যাত্মিকতার শিক্ষা পাওয়া যায় ঈদুল ফিতর থেকে। ধনীর পক্ষ থেকে গরিবদের যাকাত বিতরণের  মাধ্যমে আয়ের বৈষম্য দূর করার চেষ্টার প্রতিফলন লক্ষ্য করা যায়। যাকে দয়া ও সহানুভূতির উজ্জ্বল দৃষ্টান্তও বলা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক যশোরের দর্পণ
Theme Customized BY LatestNews