চয়ন কুমার রায়, লালমনিরহাট ।।
অদিতমারিতে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার কক্সবাজার জেলার পেকুয়া এলাকায় থেকে গত ইং-১৫ মার্চ/২৩ তারিখ জনৈক আসমা বেগম (ছদ্মনাম) আসামি ইসরাউল হক রানা(২৪),পিতা- মো: এজিজুল হক, সাং- দিঘলটারী(পশ্চিম বর্ডার), ইউপি- দুর্গাপুর, আদিতমারী, লালমনিরহাট কর্তৃক ধর্ষণের শিকার হয়। ধর্ষণের ফলে এক পর্যায়ে ভিকটিম গর্ভবতী হয়ে পড়ে। গর্ভধারণ সংক্রান্তে আসামিকে জানালে আসামি বিয়ের কথা বলে কালক্ষেপণ করে এবং এক পর্যায়ে কৌশলে আত্মগোপন করে ।এমতাবস্থায় লোক লজ্জার ভয়ে আসমা একটি ছেলে সন্তান প্রসব করেন। বিষয়টি জানাজানি হলে আসমা তার পরিবারসহ ২৮ জানুয়ারী /২৪ আদিতমারী থানায় উপস্থিত হন এবং আসামি ইসরাউলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । তাৎক্ষণিকভাবে অভিযোগ গ্রহণ করে ঘটনা সংক্রান্তেে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অদিতমারী থানার মামলা নং ২১(০১)২৪ রুজু করে। পুলিশ সুপার লালমনিরহাট মহোদয়ের দিকনির্দেশনায় আসামিকে গ্রেফতারের নিমিত্তে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনার একপর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তায় জানা যায় আসামি কক্সবাজার জেলার পেকুয়া থানায় এলাকায় আত্মগোপন করে আছে। উক্তরূপ তথ্যের ভিত্তিতে পুলিশ পরিদর্শক( তদন্ত) আদিতমারী থানা জনাব রফিকুল ইসলাম, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই /মো:জয়েন উদ্দিন সঙ্গীয় অফিসার/ফোর্সসহ কক্সবাজার পেকুয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার একপর্যায়ে আসামিকে পেকুয়া থানা এলাকা হতে গ্রেফতার পুর্বক ০৩ ফেব্রুয়ারি ২০২৪ আদিতমারী থানায় নিয়ে আসে। আসামিকে ০৪ ফেব্রুয়ারী /২৪ বিজ্ঞ আদালতে প্রেরণ সহ আইনগত অন্যান্য বিষয় সমূহ প্রক্রিয়াধীন রয়েছে।