সেলিম মাহবুব, সিলেটঃ
সম্প্রতি আত্মপ্রকাশ হওয়া কানাইঘাট গণশিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের গবেষণা প্রকল্প-২০২৪ এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ’’কানাইঘাট উপজেলার মক্তব শিক্ষা: একটি সমীক্ষা’’- শীর্ষক গবেষণা প্রকল্পের মাঠ পর্যায়ের গবেষক, তথ্য-সংগ্রাহক ও সংস্থার সাথে বিভিন্নভাবে সম্পৃক্তদের নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে এই গবেষণা প্রকল্পের উদ্বোধন করা হয়। উপজেলার ৮ নং ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের হলরুমে বুধবার (১৪/০২/২০২৪) সন্ধ্যায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কানাইঘাট গণশিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এহসানুল হক জসীমের সভাপতিত্বে ও সংস্থার সহ-সভাপতি আসাদুল আলম চৌধুরীর পরিচালনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ্ব আব্দুল মোমিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লোকমান উদ্দিন ও ৮ নং ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার আবু বকর। স্বাগত বক্তব্য রাখেন গণশিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ইমরান হোসাইন চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাছবাড়ী সমাজ কল্যাণ যুব সমিতির সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট সমাজসেবি ও আওয়ামী লীগ নেতা শামীম আহমদ, কানাইঘাট উপজেলার বিশিষ্ট সমাজসেবি ও রাজনীতিবিধ আবুল মনসুর সাজু চৌধুরী, ১৭ পরগনার বিশিষ্ট মুরব্বী আব্দুল হেকিম (হেকিম হাজী), জমিয়ত নেতা মাওলানা আব্দুর রাজ্জাক প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মোমিন চৌধুরী বলেন, কানাইঘাট উপজেলায় গণশিক্ষার উন্নয়নে একটি সংস্থার আত্মপ্রকাশ খুবই সময়োপযোগী পদক্ষেপ। গবেষণা কার্যক্রম শুরু করায় এই সংগঠনের ভুয়সী প্রশংসা করে তিনি বলেন, ইতোপুর্বে আমাদের উপজেলায় কোন সামাজিক সংগঠনকে এভাবে গবেষণা প্রকল্প হাতে নিতে দেখিনি। এমন উদ্যোগ কানাইঘাট উপজেলায় শুধু নয়, অন্যত্রও দৃষ্টান্ত স্থাপন করবে। উপজেলা চেয়ারম্যান বলেন, সুনাগরিক গড়ে তোলার ক্ষেত্রে মক্তব শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেই মক্তব ব্যবস্থা আজ হুমকির সম্মুখীন। মক্তব শিক্ষা নিয়ে যে গবেষণা প্রকল্প হাতে নেওয়া হয়েছে তা মক্তব শিক্ষার পুরোনো গৌরব ও ঐতিহ্য ফিরিয়ে আনতে ভূমিকা পালন করবে। কানাইঘাট গণশিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের প্রতি তিনি একাত্মতা প্রকাশ করেন। মাষ্টার আবু বকর চেয়ারম্যান তাঁর বক্তব্যে কানাইঘাট গণশিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সকল কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করেন। এই সংস্থার আত্মপ্রকাশকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এই সংস্থা ভিন্নধর্মী, সৃজনশীল এবং আধুনিক চিন্তা-চেতনা নিয়ে যাত্রা শুরু করেছে। শুরুতেই সুধী মহলের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে, যা খুবই ইতিবাচক। লোকমান উদ্দিন চেয়ারম্যান বলেন, মক্তব শিক্ষার হারানো গৌরব ফিরায়ে আনতে হবে। কানাইঘাট গণশিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন এই লক্ষ্যে যে কর্মসূচী গ্রহণ করেছে, তা খুবই ইতিবাচক। বিশেষ করে গবেষণা কর্মসূচী গ্রহণকে তিনি সাধুবাদ জানিয়ে বলেন, এমন পদক্ষেপ খুবই ব্যতিক্রম। গবেষণার মাধ্যমে যে কোন সমস্যার সমাধান ফলপ্রসু হয় এবং দীর্ঘমেয়াদী ইতিবাচক ফলাফল আসে। কানাইঘাট উপজেলায় ইতোপুর্বে কোন সামাজিক সংগঠনকে গবেষণা কর্মসূচী গ্রহণ করতে তিনি দেখেননি উল্লেখ করে বলেন, এক্ষেত্রে নতুন আত্মপ্রকাশ হওয়া এই সংস্থা দৃষ্টান্ত স্থাপন করেছে। গণশিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ইমরান হোসাইন চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাছবাড়ী সমাজ কল্যাণ যুব সমিতির সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, যুক্তরাজ্যে বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট সমাজসেবি ও আওয়ামীলীগ নেতা শামীম আহমদ, কানাইঘাট উপজেলার বিশিষ্ট সমাজসেবি ও রাজনীতিবিদ আবুল মনসুর সাজু চৌধুরী, ১৭ পরগনার বিশিষ্ট মুরব্বী আব্দুল হেকিম (হেকিম হাজী), জমিয়ত নেতা মাওলানা আব্দুর রাজ্জাক, এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সাংবাদিক মুফিজুর রহমান নাহিদ, শ্যামল সিলেটের প্রতিনিধি হাফিজ আহমেদ সুজন, ঢাকা টাইমস'র প্রতিনিধি সুয়েব, ইউপি সদস্য মাহমুদ হোসেন, নাঈম আহমেদ প্রমুখ। উল্লেখ্য, ’’কানাইঘাট উপজেলার মক্তব শিক্ষা: একটি সমীক্ষা’’- শীর্ষক গবেষণা প্রকল্পে যুক্ত হয়েছেন একটি প্রতিশ্রুতিশীল টিম। মাঠ পর্যায়ের গবেষণা কার্যক্রমের জন্য উপজেলার ১০টি প্রশাসনিক অঞ্চল (একটি পৌরসভা ও নয়টি ইউনিয়ন) থেকে তথ্য-সংগ্রাহক নেওয়া হয়েছে। মাঠ পর্যায়ের কাজের খরচ ও সম্মানী বাবৎ বরাদ্দ নগদ হাতে তুলে দেন সংস্থার চেয়ারম্যান ও অনুষ্ঠানের অতিথিরা। এর মধ্য দিয়ে কানাইঘাট গণশিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের গবেষণা কার্যক্রম-২০২৪ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
যশোর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক যশোরের দর্পণ নিয়মিত পড়ুন ও বিজ্ঞাপন দিন
Copyright © 2024 দৈনিক যশোরের দর্পণ. All rights reserved.