মোহাম্মদ রাজিবুল ইসলাম, মাগুরা :
কারাগার থেকে মুক্তি পেয়েছেন মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল (কাজী কামাল)।জিয়া আরফানেজ টাস্ট মামলায় ১০ বছরের দন্ডাদেশ প্রাপ্ত কাজী সালিমুল হক কামাল গত বৃহস্পতিবার ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে রাতে মুক্তি পেয়েছেন।দীর্ঘ সাত বছর পরে তিনি কারাগার থেকে মুক্তি পান।সূত্র জানায়,,তিনি বাংলাদেশের এক জন বিশিষ্ট ব্যবসায়ী (জিকিউ গ্রুপের মালিক) এবং রাজনৈতিক ব্যক্তিত্ব।তিনি মাগুরা-২ আসন থেকে জাতীয় সংসদ-সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন। মাগুরার সাবেক সংসদ-সদস্য কাজী সালিমুল হক কামাল কারাগার থেকে মুক্তি পেয়ে গুলশানের নিজ বাসভবনে যান।এদিকে কারাগার থেকে নেতার মুক্তির কথা জানতে পেরে মাগুরা জেলা থেকে দলীয় নেতাকর্মীরা উপস্থিত হন।রাতে উপস্থিত দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে সাবেক এমপি ও রাজনীতিবিদ কাজী সালিমুল হক কামাল বলেন,,আমাকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হবে অনেক সমস্যা আছে।৭বছরে চিকিৎসা নিতে দেয়নি। চিকিৎসার পরে ইনশাআল্লাহ,সবার সাথে বসবো সময় দিবো কথা হবে। এখন আপনারা যার যার মত এলাকায় গিয়ে দল গোছান।দলের যাতে কোন বদনাম না হয়,,খিয়াল রাখতে হবে।আর কোন বিশৃঙ্খলা জ্বালাও পোড়াও না হয় বিএনপি’র পক্ষ থেকে সবাইকে দেখতে হবে।অনেকেই অনুপ্রবেশ করে দলের বদনাম করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। উপস্থিত সবাইকে অশেষ-অশেষ ধন্যবাদ জানান তিনি।এসময় উপস্থিত ছিলেন আমিনুর রহমান খান( পিকুল),সদস্য মাগুরা জেলা বিএনপি,মহম্মদপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ আখতারুজ্জামান,রেজা ঢালি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সদস্য, মোহাম্মদ আলম মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি,মিজানুর রহমান মানিক জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।আরো উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীবৃন্দ।