প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৮:২২ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৬, ২০২৪, ১১:৩৯ অপরাহ্ণ
কুয়াদা প্রেসক্লাবের সাবেক প্রচার সম্পাদক ও সাংবাদিক টিটোর বজ্রপাতে মৃত্যু
স্টাফ রিপোর্টার যশোর
যশোরের কুয়াদা প্রেসক্লাবের সাবেক প্রচার সম্পাদক ও সাবেক দৈনিক প্রতিদিনের কথা পত্রিকার সাংবাদিক মফিজুর রহমান টিটো (৪২) বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে যশোর সদরের সিরাজ সিঙ্গা গ্রামের আব্দুল আজিজ সরদার ওরফে মেজের ছোট ছেলে। জানা যায়, সাংবাদিক টিটো রবিবার রাতে সিরাজ সিঙ্গা গ্রামের নিজ বাড়িতে পানি অপসারণের সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। সোমবার জোহরবাদ সিরাজ সিঙ্গা সরদারপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। কুয়াদা প্রেসক্লাবের সাংবাদিক প্রভাষক রমজান আলী, দুলাল সমাদ্দার, রেজাউল ইসলাম, রাশেদ হোসেন, নাসির উদ্দিন নয়ন, ওয়াজেদ আলী, বি,এম মিলন, আফজাউল করিম, মোজাম উদ্দীন, আকবার আলী,শামিম হোসেন প্রমুখ। টিটোর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
যশোর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক যশোরের দর্পণ নিয়মিত পড়ুন ও বিজ্ঞাপন দিন
Copyright © 2024 দৈনিক যশোরের দর্পণ. All rights reserved.