তন্ময় মিত্র বাপী, ব্যুরো প্রধান,কেশবপুর
কেশবপুরের সার্বজনীন কালী মন্দিরে ব্যক্তিগত অর্থায়নে ১৬ জুন বিকালে ৭ টি সিসি ক্যামেরা-সহ যাবতীয় সরঞ্জাম প্রদান করেছেন উপজেলা চেয়ারম্যান জননেতা মফিজুর রহমান মফিজ। সিসি ক্যামেরা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি, কেশবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সর্বজনীন কালী মন্দিরের সভাপতি বিশিষ্ট সাংবাদিক শ্যামল সরকার। সর্বজনীন কালী মন্দিরের সাধারণ সম্পাদক কনক সেনের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জননেতা মফিজুর রহমান মফিজ। আরো বক্তব্য রাখেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও সর্বজনীন কালী মন্দিরের সহ-সভাপতি পঙ্কজ দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়। আরো উপস্থিত ছিলেন সর্বজনীন কালী মন্দির কমিটির দুলাল চন্দ্র সাহা, মদন সাহা অপু, সত্যজিৎ সাহা ব্লু, মুক্তিযোদ্ধা অসিত ভদ্র প্রমূখ।উল্লেখ্য, কেশবপুর সার্বজনীন কালী মন্দিরে চুরি হওয়ার নিরাপত্তা জনিত কারণে উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ উক্ত সিসি ক্যামেরা দিলেন।#