তন্ময় মিত্র বাপী, ব্যুরো প্রধান,কেশবপুর :
কেশবপুর উপজেলার সাগরদাঁড়ীতে ঝুমুর মিনি চিড়িয়াখানায় বুধবার অভিযান চালিয়ে অবৈধভাবে আটকে রাখা বিভিন্ন প্রজাতির ৯ টি প্রাণী উদ্ধার করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। উদ্ধার হওয়া প্রাণীগুলোর মধ্যে রয়েছে ১টি কুমির, ৩টি অজগর সাপ, ১টি বানর, ৩টি কচ্ছপ, ১টি বাগদাশ শিয়াল। বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরণ কর্মকর্তা তন্ময় আচার্য্য জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার যশোর কেশবপুর থানার সাগরদাঁড়ী এলাকার ঝুমুর মিনি চিড়িয়াখানা পরিদর্শনে গিয়ে সেখানে অবৈধভাবে বেশকিছু দেশী-বিদেশী বন্যপ্রাণী খাঁচায় আটকে রাখা হয়েছে দেখতে পান। পরে ওই মিনি চিড়িয়াখানা কর্তৃপকে বন্যপ্রাণী সংরণ ও নিরাপত্তা আইন ২০১২ এবং দেশীয় বন্যপ্রাণী খাঁচায় বন্দী করে রাখা দন্ডনীয় অপরাধ-এ সম্পর্কে জনানো হয়। মিনি চিড়িয়াখানা কর্তৃপ আইন না জেনে বন্যপ্রাণীগুলোকে আটক রাখার কথা স্বীকার করলে প্রাণীগুলোকে তাদের কাছে হস্তান্তর করতে বলা হয়। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানালে তারা পরে মিনি চিড়িয়াখানার ওইসব বন্যপ্রাণীগুলো বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে হস্তান্তর করেন।
যশোর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক যশোরের দর্পণ নিয়মিত পড়ুন ও বিজ্ঞাপন দিন
Copyright © 2024 দৈনিক যশোরের দর্পণ. All rights reserved.