তন্ময় মিত্র বাপী, ব্যুরো প্রধান, কেশবপুর :
যশোরের কেশবপুরে সার্বজনীন কেন্দ্রীয় কালী মন্দিরের মায়ের বিগ্রহ থেকে স্বর্ণালংকার চুরির প্রতিবাদে মানবন্ধন করা হয়েছে। শনিবার বিকেলে পৌর শহরের ত্রিমোহিনী মোড়ে ৭১ এর ঘাতক দালাল নির্মুল কমিটির উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে মানবন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সহসভাপতি মোতাহার হোসাইন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেশবপুর উপজেলা শাখার সভাপতি পংকজ কুমার দাস, কেশবপুর সার্বজনীন কেন্দ্রীয় কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক কনক সেন, জুয়েলারি মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কার্তিক রায়, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক উৎপল দে, উপজেলা নাগরিক সমাজের সাধারণ সম্পাদক স্বপন মন্ডল, দলিত পরিষদে সভাপতি সুজন দাস, খেলাঘর আসরের সহ সাধারণ সম্পাদক রবিউল আলম, সাংস্কৃতিক কর্মী পলাশ সিংহ প্রমুখ। বক্তারা গত ৮ মে কেশবপুর সার্বজনীন কালী মন্দিরের মায়ের বিগ্রহ থেকে ১২ ভরি সোনার গহনা, ২০ ভরি রুপার গহনাসহ বিভিন্ন মালামাল চুরির প্রতিবাদে তীব্র নিন্দা জানানোর পাশাপাশি অনতিবিলম্বে উদ্ধারের দাবি জানান।
যশোর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক যশোরের দর্পণ নিয়মিত পড়ুন ও বিজ্ঞাপন দিন
Copyright © 2024 দৈনিক যশোরের দর্পণ. All rights reserved.