তন্ময় মিত্র বাপী, ব্যুরো প্রধান,কেশবপুর :
যশোরের কেশবপুরে জলবসন্ত (চিকেন পক্স) রোগে আক্রান্ত হয়ে আব্দুল্লাহ আল মামুন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আব্দুল্লাহ আল মামুন কেশবপুর পৌরসভার বাজিতপুর এলাকার সাবেক পৌর কাউন্সিলর মঞ্জুরুল আলমের একমাত্র ছেলে। এ ছাড়া তিনি যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য আজিজুল ইসলামের শ্যালক। মামুন কত কয়েকদিন ধরে জলবসন্ত রোগে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসকধীন ছিলেন। শনিবার অবস্থার অবনতি হলে তাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। বেলা ২ টার দিকে তিনি মারা যান। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ আলমগীর বলেন, জলবসন্ত রোগে আক্রান্ত মামুনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়। জলবসন্ত রোগে আক্রান্তের পাশাপাশি ওই রোগীর শ্বাসকষ্ট জনিত সমস্যা ছিল। দুপুর ১ টার দিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হয়। পরে খুলনায় নেয়ার পথে ওই রোগী মারা যায়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাকে শেষ বারের জন্য একনজর দেখতে উপজেলার একাধিক চেয়ারম্যানবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যাক্তবর্গ ছুটে আসেন। রাত ৯ টায় মামুনের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে কবর দেয়া হয়েছে।