তন্ময় মিত্র বাপী, ব্যুরো প্রধান কেশবপুর :
কেশবপুরের নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে শহরের উপজেলা আওয়ামী লীগের অফিস সংলগ্ন ম্যুরালে এ শ্রদ্ধা জানান। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব এস এম রুহুল আমীন, সিনিয়র সহ সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ স্বপন কুমার মুর্খাজী, উপজেলা হাসানপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান তৌহিদ,আওয়ামী যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিল বি এম শহীদুজ্জামান শহীদ, উপজেলা আওয়ামী শ্রমিকলীগের আহবায়ক সরদার মুনসুর আলী, আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান শাহীন, পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আবুল কালাম আজাদ, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবীর হোসেন, সুফলাকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, যুবলীগ নেতা বিশ্বাস ওহেদুজ্জামান, যুবলীগ নেতা আল হেলাল সরদারসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামীলীগ,যুবলীগ, মহিলা আওয়ামীলীগরের শত শত নেতাকর্মীরা। এরপর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজকে দলীয় বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়েছে।