তন্ময় মিত্র বাপী, ষ্টাফ রিপোটার,কেশবপুর :
বিরল রোগ আক্রান্ত মেধাবী শিক্ষার্থী অনুশিখা ভঞ্জ বাঁচতে চায়। বর্তমানে সে ভারতের হায়দ্রাবাদে এআইজি হাসপাতালে ভেণ্টিলেশনে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। চিকিৎসকদের পরামর্শ তাকে বাচাঁতে হলে জরুরী ভিত্তিতে ৪টি ইনজেকশন দেয়া প্রয়োজন, যা এই মুহূর্তে এশিয়া মহাদেশে সরবরাহ নেই। ফলে ফ্রাস থেকে ইনজেকশন আনতে হবে। এতে ব্যয় হবে ২৫ থেকে ৩০ লাখ টাকা। গতবছর দেশের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে অসুস্থ মেয়ের চিকিৎসার বিপুল পরিমান টাকা খরচ করে মধ্যবিত্ত পরিবারের বাবা মা আর্থিকভাবে নিঃশ্ব পড়েছেন। শেষমেশ ধার দেনা করে উন্নত চিকিৎসার জন্য ভারতের হায়াদ্রাবাদের এআউজি হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা বিরল মারাত্মক রোগটি শনাক্ত করতে পারলেও বাবা মায়ের পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে পড়েছে। আদরের সন্তানকে বাচাতে অসহায় বাবা-মা সমাজের বিত্তশালী ব্যক্তি, প্রতিষ্ঠান, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, দেশি বিদেশি সংস্থার কাছে জরুরি সাহায্যের আবেদন জানিয়েছেন। সতের বছর বয়সী অনুশিখা ভঞ্জ যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া গ্রামের শ্যামল কান্তি ভঞ্জের মেয়ে। সে খুলনা বয়রা মহিলা কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী। যে কোন আর্থিক সাহায্য পাঠাতে এবং রোগীর অবস্থা জানতে তার বড় ভাইয়ের সাথে ০১৯৭৯-২১৫৯৭৫ নং এবং সাহায্য পাঠানোর বিকাশ নং- ০১৯৭৯-২১৫৯৭৫,,, ডাচ বাংলা ব্যাংক, হিসাব নং- ০১৭৩২০৮০২৭৭১ (রাউটিং নং - ০৯০২৭০৬০৮)
যশোর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক যশোরের দর্পণ নিয়মিত পড়ুন ও বিজ্ঞাপন দিন
Copyright © 2024 দৈনিক যশোরের দর্পণ. All rights reserved.