তন্ময় মিত্র বাপী, ব্যুরো প্রধান, কেশবপুর :
কেশবপুর উপজেলায় কর্মরত কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন যশোর-৬ আসনের সংসদ সদস্য আজিজুল ইসলাম। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলানির্বাহীঅফিসার তুহিন হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য আজিজুল ইসলাম। মতবিনিময়কালে কর্মকর্তারা তাদের দপ্তরের কর্মকান্ড তুলে ধরে আলোচনা করেন। অনুষ্ঠানের শুরুতে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সংসদ সদস্য আজিজুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান। কর্মকর্তাদের মধ্যে আলোচনায় অংশ নেন থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলমগীর, মৎস্য কর্মকর্তা সজিব কুমার সাহা প্রমুখ।