তন্ময় মিত্র বাপী, ব্যুরো প্রধান,কেশবপুর :
কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিজ্ঞ আদালতের এক বছরের সাজাপ্রাপ্ত ১ আসামিসহ ৮ জনকে গ্রেফতার করেছে। গত শনিবার (১৪ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলমের দিক-নির্দেশনায় গত ১৪ জুলাই রাতে এসআই তারিকুল ইসলাম, আবুল হোসেন, বিদূষ বিশ্বাস, এএসআই রাসেল মাহামুদ, হুমায়ুন কবির, পরেশ চন্দ্র, রতন কুমার পাল সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে বিজ্ঞ আদালতের ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের পঞ্চানন দাসের ছেলে শ্রী চৈতন্য দাস (৩৫) এবং ওয়ারেন্টভুক্ত মাগুরাডাঙ্গা গ্রামের তারাপদ দাসের ছেলে সঞ্জয় দাস (৪৩), দোরমুটিয়া গ্রামের মৃত আলী বক্স মোড়লের ছেলে বখতিয়ার মোড়ল (৩৫), রফি মোড়ল (৫৫), সাগরদাঁড়ি গ্রামের অলোক কুন্ডুর ছেলে জয় কুন্ডু (২৮), বড় পাথরা গ্রামের মৃত আঃ ওহাব বিশ্বাসের ছেলে মিকাইল হোসন (৫৬), ইসমাইল বিশ্বাস (৬০) ও ইসমাইল বিশ্বাসের ছেলে জাহাঙ্গীর বিশ্বাস (২৫) কে গ্রেফতার করেন। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন, বিজ্ঞ আদালতের এক বছরের সাজাপ্রাপ্ত ১ আসামিসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের রবিবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে
যশোর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক যশোরের দর্পণ নিয়মিত পড়ুন ও বিজ্ঞাপন দিন
Copyright © 2024 দৈনিক যশোরের দর্পণ. All rights reserved.