তন্ময় মিত্র বাপী, ব্যুরো প্রধান,কেশবপুর :
কেশবপুর পৌরসভার গার্ভেজ ট্রাকচালক নাজমুল সরদার কে মারপিটের ঘটনায় রোববার সকালে পরিচ্ছন্ন কর্মীরা কেশবপর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান কমর্সুচী গ্রহণ করেছে। এ ঘটনায় জড়িত দুজনকে পুলিশ আটক করেছে। এসময় পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা জানায় আমাদের সহকর্মী নাজমুল সরদার কে মারপিটের ঘটনায় ঘটনায় জড়িত জেলা পরিষদ সদস্য আট নম্বর ওয়ার্ড সদস্য টিপু সুলতানসহ কয়েকজন মারপিট করে। এ ঘটনায় জড়িত দের আটক না করা পর্যন্ত তারা আবর্জনা পরিষ্কার করবে না। জেলা পরিষদের সদস্য টিপু সুলতান সাংবাদিক দের বলেন এ ঘটনায় তিনি জড়িত নন। কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন এ ঘটনায় জেলা পরিষদের সদস্য টিপু সুলতান ও জড়িতদের নামে থানায় মামলা হয়েছে যার মামলা নং-৭। এরশাদ ও রকি নামে ২ জনকে আটক করা হয়েছে। অপর আসামি আটকে অভিযান অব্যাহত রয়েছে।
যশোর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক যশোরের দর্পণ নিয়মিত পড়ুন ও বিজ্ঞাপন দিন
Copyright © 2024 দৈনিক যশোরের দর্পণ. All rights reserved.