তন্ময় মিত্র বাপী, ব্যুরো প্রধান,কেশবপুর
দুর্বৃত্তদের হামলায় যশোরের কেশবপুর প্রেসক্লাবের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেশবপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকেলে পরিদর্শন শেষে হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমীর অধ্যাপক মোক্তার আলী, সেক্রেটারী মাস্টার রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, সহ-সেক্রেটারী মাওলানা রেজাউল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ওজিউর রহমান, মাওলানা আব্দুল মোমিন ও তাজাম্মুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার আমীর অধ্যাপক মোক্তার আলী বলেন, প্রেসক্লাব হলো সার্বজনীন প্রতিষ্ঠান এবং মানুষের আস্থার স্থান। যারা হামলা করে প্রেসক্লাব ক্ষতিগ্রস্ত করেছে, তারা ভালো কাজ করেনি। প্রসক্লাব, উপজেলা পরিষদ ও পৌরসভা জাতীয় সম্পদ। আমি আমার সংগঠনের পক্ষ থেকে এহেন কর্মকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। ক্ষতিগ্রস্ত প্রেসক্লাব ভবন সংস্কারের জন্য সংগঠনের পক্ষ থেকে তিনি ৩৫ হাজার টাকা অনুদানের ঘোষণা দেন।
যশোর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক যশোরের দর্পণ নিয়মিত পড়ুন ও বিজ্ঞাপন দিন
Copyright © 2024 দৈনিক যশোরের দর্পণ. All rights reserved.