তন্ময় মিত্র বাপী, কেশবপুর :
যশোর-৬ কেশবপুর আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আজিজুল ইসলামকে শনিবার বিকেলে কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। প্রেসক্লাবের হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আশরাফ উজ জামান খান। সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন আজিজুল ইসলাম এমপি। অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, কেশবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য কবি মুহাম্মদ শফি, সহ সভাপতি আব্দুল হাই সিদ্দিকী ও মোতাহার হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার, সদস্য আব্দুল কুদ্দুস প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে প্রেসক্লাবের সাংবাদিক ও প্রেসক্লাবের উন্নয়ন এবং কেশবপুরের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশা ব্যক্ত করেন।
যশোর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক যশোরের দর্পণ নিয়মিত পড়ুন ও বিজ্ঞাপন দিন
Copyright © 2024 দৈনিক যশোরের দর্পণ. All rights reserved.