তন্ময় মিত্র বাপী, ব্যুরো প্রধান, কেশবপুর
যশোরের কেশবপুর প্রেসক্লাবে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাংচুর ও মালামালে আগুন দেওয়ার ঘটনায় পরিদর্শন করেছেন বিএনপি নেতৃবৃন্দ। রোববার বিকেলে বিএনপি নেতারা প্রেসক্লাব পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় করেন।কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান মতবিনিময় সভার সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহবায়ক মশিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক, মাসুদুজ্জামান মাসুদ, হুমায়ুন কবীর সুমন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুবদল নেতা আলমগীর হোসেন, আব্দুল গফুর, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল রানা, উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান প্রমুখ।
এদিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ।
যশোর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক যশোরের দর্পণ নিয়মিত পড়ুন ও বিজ্ঞাপন দিন
Copyright © 2024 দৈনিক যশোরের দর্পণ. All rights reserved.