তন্ময় মিত্র বাপী, ব্যুরো প্রধান, কেশবপুর :
বুধবার গভীর রাতে কেশবপুর শহরের কেন্দ্রীয় সার্বজনীন কালীমন্দিরে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। মন্দির কমিটির সাধারণ সম্পাদক কনক সেন জানান,চোরেরা মন্দিরে প্রবেশ করে ১২ ভরি স্বর্ণালঙ্কার,২০ ভরি রুপার সামগ্রীসহ বেশকিছু শাড়ী চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে কেশবপুর থানাকে জানানো হয়েছে। কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যশোর থেকে ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম সাংবাদিকদের বলেন, মন্দিরে চুরির সাথে জড়িত দের আটকের জন্য থানা পুলিশ ও ডিবির অভিযান চলছে।