সেলিম মাহবুব,সিলেটঃ
ছাতক সদর ইউনিয়নের বাউসা কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম ও খতিব, গুরুতর অসুস্থ ক্বারি মাওঃ বুরহান উদ্দিনের চিকিৎসার জন্য ৫০.০০০ (পঞ্চাশ হাজার) টাকার আর্থিক সহযোগিতা করবেন পূর্ব বাউসা (কেশবপুর) গ্রামের বাসিন্দা ছাতক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ খানের সন্তান লন্ডন প্রবাসী, শিক্ষানুরাগী ও দানবীর কামাল খান। পুর্ব বাউসা (কেশবপুর) গ্রামের খান পরিবারের পক্ষ থেকে তিনি ৫০,০০০ টাকা (পঞ্চাশ হাজার টাকা) ঈমামের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করবেন। কামাল খান বলেন বিভিন্ন পত্রিকা সহ সামাজিক যোগাযোগ ফেইসবুক ও বিভিন্ন অনলাইন মাধ্যমে ক্বারি মাওলানা বুরহান উদ্দিনের অসুস্থতার খবর জানতে পেরে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। পাশা-পাশি তিনি ক্বারি মাওলানা বুরহান উদ্দিনের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন এবং সবাইকে একটু-একটু চিকিৎসা সহযোগিতা করার জন্য আহবান জানান। ছাতকের উত্তর খুরমা ইউনিয়নের ঘাটপার গ্রামের বাসিন্দা ক্বারি মাওলানা বুরহান উদ্দিন। তিনি খামিছ স্তরের একজন ভালো মানের ক্বারি ও পরীক্ষক। ক্বারি মাওলানা বুরহান উদ্দিন ছাতক সদর ইউনিয়নের বাউসা কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম ও খতিব হিসেবে বর্তমানে কর্মরত আছেন। তিন সন্তানের জনক ক্বারি মাওলানা বুরহান উদ্দিন কিডনির সমস্যা নিয়ে সিলেট জালালাবাদ রাগীব–রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের আই সি ইউ’তে ভর্তি। ডাইলোসিসে প্রতিদিন ব্যয় হচ্ছে তার ১৫ হাজার টাকা এবং ঔষধ ও টেষ্টে দিনে ১৪ হাজার টাকা মিলে ব্যয় হচ্ছে ২৯ হাজার টাকা। একজন মসজিদের ঈমামের এতো ব্যায় বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। কাজেই নিরুপায় হয়ে তিনি দেশ বিদেশে অবস্থানরত সকল বিত্তবানদের কাছে নিজের চিকিৎসা ব্যয়ের জন্য আর্থিক সহযোগিতা চেয়েছেন। সাহায্য পাঠাতে পারবেন। হাসপাতাল ও বাড়িতে যোগাযোগ করা যাবে। বিকাশ +8801721-773733 নামঃ ক্বারি বুরহান উদ্দিন, গ্রামঃ ঘাটপার, ইউনিয়নঃ উত্তর খুরমা,পোস্ট অফিসঃ চর মহল্লা বাজার, ছাতক,সুনামগঞ্জ।