সেলিম মাহবুব, ব্যুরো প্রধান, সিলেটঃ
বাউসা কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম ও খতিব মাওলানা ক্বারি বুরহান উদ্দিনের চিকিৎসা সহায়তা হিসেবে আরো কিছু টাকা বিভিন্ন লোকজনের মাধ্যমে প্রদান করা হয়েছে। তিনি বর্তমানে সিলেট জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। মাস্টার সুহেল মিয়ার মাধ্যমে এসব আর্থিক সহায়তা ক্বারি মাওলানা বুরহান উদ্দিনের পরিবারের হাতে এসে পৌছেছে। এরমধ্যে রয়েছেনঃ ১.ছাতক সদর ইউনিয়নে চেয়ারম্যান সাইফুল ইসলাম ৫,০০০ টাকা,২.টিটু মির্জা আমেরিকার প্রবাসী ১০,০০০ টাকা, ৩.আওয়ামীগ নেতা আফজাল হোসেন ১০০০টাকা, ৪.রুমেন আহমদ ২,০০০ টাকা, ৫.আশিকুর রহমান সৌদি প্রবাসী ২,০০০ টাকা,৬.আরাফাত আলী সৌদি প্রবাসী ৫০০০ টাকা, ৭.খায়রুল সৌদি প্রবাসী তিনির সংগ্রহ ৯০০০ টাকা, ৮.হাফিজ খালেদ আহমদ ৫০০ টাকা, ৯.তারিকুল ইসলাম ২০০০ টাকা, ১০.জাহাঙ্গীর আলম ২০০০ টাকা, ১১.এমরান আহমদ ১০০০ টাকা, ১২.সাবাজ উদ্দিন দুবাই প্রবাসী ১০০০ টাকা, ১৩.রাকিব আলী ১০০০টাকা, ১৪.শুক্রবার মসজিদ কালেকশন ২.৭৭০ টাকা, ১৫.আক্তার হোসেন ৫০০ টাকা, ১৬.টেইলর, খালেদ আহমদ কর্তৃক সংগ্রহ ১০০০ টাকা এবং বিকাশে কালেকশন ৭২০০০ টাকা। ইনশাআল্লাহ ক্বারি মাওলানা বুরহান উদ্দিনের চিকিৎসার জন্য সকলেই সহযোগিতার হাত বাড়িয়েছেন। আল্লাহর রহমতে আরো সহযোগিতা পাওয়া যাবে। সকলের মানবতার ফেরিওয়ালাদের সহযোগিতায় সুস্থ হয়ে ফিরবেন ঈমাম ও খতিব মাওলানা বুরহান উদ্দিন। সকল সহযোগিতা কারিদের প্রতি কৃতজ্ঞতা, শুভেচ্ছা ও অভিনন্দন জানান।