ঘুমধুম ইউপি’র সাবেক চেয়ারম্যান আলহাজ্ব খাইরুল বশর’র মৃত্যুতে নাইক্ষ্যংছড়ি অনলাইন প্রেসক্লাবের শোক
প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া নাইক্ষ্যংছড়ি(বান্দরবান) প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামীলীগ বান্দরবান পার্বত্য জেলার প্রবীণ রাজনীতিবীদ জেলা আওয়ামীলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও উপদেষ্টা মন্ডলীর সদস্য,নাইক্ষ্যংছড়ি উপজেলার প্রথম বাঙ্গালী গ্রাজুয়েট,স্বাধীনতা-সংগ্রাম পূর্ববর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগের অগ্রভাগের নেতৃত্ব,ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক , ঘুমধুম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি,ঘুমধুম ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব খাইরুল বশর ইন্তেকাল করেছেন।
রবিবার (২৪ মার্চ) আলহাজ্ব খাইরুল বশর ঢাকার অরোরা হাসপাতালে সকাল ৯.৩০ মিনিটের সময় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আলহাজ্ব খাইরুল বশর এর মৃত্যুতে নাইক্ষ্যংছড়ি অনলাইন প্রেসক্লাব” গভীর শোকাহত। মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন “নাইক্ষ্যংছড়ি অনলাইন প্রেসক্লাব”।আগামী কাল সকাল ১১ ঘটিকার সময় ঘুমধুম ইউপি পরিষদ সংলগ্ন স্থানে মরহুমের জানাযা অনুষ্টিত হওয়ার কথা রয়েছে। সংগঠনটি এক শোক বার্তায় ঘুমধুম ইউনিয়নবাসী একজন গর্বিত অভিভাবক কে হারিয়ে গভীর শোকে মুহ্যমান বলে ব্যক্ত করেন।