1. admin@jashorerdarpan.com : admin :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ প্রেসক্লাব মানিকগঞ্জ জেলা শাখার কার্যকারী কমিটির কমিটির অনুমোদন যশোর জেলা যুব দল নেতা নাসিম রেজা’কে দৈনিক ফুলতলা প্রতিদিন পত্রিকার বার্তা সম্পাদক করায় যুবদলের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা বগুড়া আদমদিঘীতে ভবনের কাজ শেষ হয়নি ৫ বছরেওবিঘ্নিত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান ট্রেনে কাটা  পড়ে অজ্ঞাতনামা এক তরুণের মৃত্যু বগুড়ায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে তাল গাছের চারা রোপণ বগুড়া  সদর থানায় অগ্নিসংযোগ ঘটনার মামলায় তিন জন গ্রেপ্তার  কেশবপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে সুধীজনের মতবিনিময় যশোরের কুয়াদায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীদের ২০২৪ সালের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরা খলিশাখালির মৎস্যঘের জবর দখল ও লুঠপাটের হুমকিতে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বিনামূল্যে সেহরি পেয়ে খুশি রোগী ও স্বজনরা

দৈনিক যশোরের দর্পণ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৮৪ বার পঠিত

নাছিম, চুয়াডাঙ্গা :

পবিত্র রমজান মাস উপলক্ষে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগী ও স্বজনদের মাঝে ‘আল মুহসিন (সমাজ কল্যাণ সংস্থা’) চুয়াডাঙ্গা টিমের পক্ষ থেকে বিনামূল্যে সেহরি বিতরণ করা হচ্ছে। কার্যক্রমের প্রথম দিনেই হাসপাতালের প্রায় ২ শতাধিক রোগী ও স্বজনদের মাধ্যে সেহরি পৌঁছে দেওয়া হয়। মাসব্যাপি তাদের এই কার্যক্রমন চলমান থাকবে। বিনামূল্যে সেহরি পেয়ে খুশি রোগী ও স্বজনরা। তাদের এই কার্যক্রমে প্রশংসায় ভাসছে এই সংগঠনটি। রোগীর স্বজনরা জানান, আমরা অনেকে দূরদূরান্ত থেকে হাসপাতালে আসি। এছাড়া আশপাশে ভাল মানের খাবার হোটেল নাই যে সেহরি খেতে পারব। আল মুহসিন সংস্থার পক্ষ থেকে প্রতি রাতে সেহরি দিচ্ছে। এতে অনেকে উপকৃত হচ্ছেন। মেডিসিন ওয়ার্ডের এক রোগীর স্বজন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আমার মেয়ে আজ ৩ দিন ভর্তি আছে। আমি ও আমার মা রাতে থাকি মেয়ের কাছে। প্রতিরাতে সেহরি দিয়ে যান তারা। আমরা সেটা খেয়ে রোজা থাকি। সেহরি পেয়ে আমাদের খুব উপকার হয়। তার এই কাজটাকে আমরা স্যালুট জানাই। আল-মুহসিন (সমাজ কল্যাণ সংস্থা)’র সভাপতি ইউসুফ রেডিও চুয়াডাঙ্গাকে জানান, সদর হাসপাতালে অপেক্ষাকৃত গরিব মানুষ বেশি চিকিৎসা নিতে আসেন। অনেক সময় দেখা যায় দূরদূরান্ত থেকে রোগী ভর্তি হয়। রোগীর সঙ্গে দুইজন তিনজন থাকে। এরমধ্যে অনেকে কলা-পাউরুটি, বিস্কুট-পানি খেয়ে রোজা পালন করেন। দুস্থ রোগী, অসহায় অথবা যে কেউ আসুক, এখান থেকে তারা ফ্রি সেহরি পাবেন। এদের কথা চিন্তা করেই বিনামূল্যে রমজান মাসজুড়ে এই কার্যক্রমের উদ্যোগ নেয়া হয়েছে। আল-মুহসিন (সমাজ কল্যাণ সংস্থা) সহ-সাধারণ সম্পাদক ইয়ামিন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, ভালো কাজ করার জন্য খুব বেশি টাকা-পয়সার দরকার হয় না। ভালো একটা মন থাকা চাই। শুধু একটা কথা বলবো, আপনার ভেতরটাকে একটু জাগ্রত করুন। কেউ এগিয়ে আসবে তা নয়, আপনি নিজে আগে এগিয়ে আসুন। কিছু না পারি, একটা খেজুর এবং এক বোতল পানি যদি কোনো মানুষের হাতে তুলে দিতে পারি, এটার জন্যও আল্লাহ আরও ৭০ গুণ বরকত দিয়ে দেবেন। অন্তত আমরা এইটুকু চিন্তা করি, আমরা কিছু করতে চাই কিনা। উদ্যোগ একজন নেয়, সেটা সফল করে আপনাদের আমাদের মতো মানুষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক যশোরের দর্পণ
Theme Customized BY LatestNews