সেলিম মাহবুব, সিলেটঃ
ছাতকে ইসলাম পুর ইউনিয়নের গনেশপুর গ্রামের বড়গোল মাঠে গত ২৮ জানুয়ারি থেকে শুরু হয়ে এ টুনামেন্টে প্রথম রাউন্ডে ৩৬ টি টিম ক্রিকেট টুনামেন্টে অংশ নিয়ে উত্তীর্ণ হয়ে। আজ শুক্রবার থেকে ২য় রাউন্ড শুরু হলো। ২য় রাউন্ডে প্রথম ম্যাচে ভিক্টোরিয়া বাইপাস ক্রিকেট একাদশ বনাম জ্ঞানগৃহ কোচিং সেন্টার ক্রিকেট একাদশের মধ্যেকার খেলায় জ্ঞানগৃহ কোচিং সেন্টার ক্রিকেট একাদশ সবকটি উইকেট হারিয়ে ভিক্টোরিয়া বাইপাস ক্রিকেট একাদশ ১৯ রানে জয়লাভ করে। খেলায় ম্যান অব দা ম্যাচ হন ভিক্টোরিয়া বাইপাস ক্রিকেট একাদশ খেলোয়াড় নাহিদ। খেলায় ম্যাচ সেরা পুরস্কার তুলে দেন বড়গোল ক্রিকেট টুনামেন্টের স্পনসর বাই ছাতক কার্নিভ্যাল ওয়াইফাই জোনের পরিচালক, ইসলামপুর ইউনিয়নের কৃতি সন্তান মাহমুদুল করিম নেওয়াজ, এসময় উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুজ্জাদুর রহমান সাজ্জাদ, ইউপি সদস্য বাহার উদ্দিন, সিরাজ মিয়া, নঈম উদ্দিন, মুস্তাক আহমদ, স্হানীয় আকমল হোসেন, জাবেদ জামান, মোহাম্মদ আলী, দুলু মিয়া, আলাল মিয়া, জাহেদ আহমদ, সেলিম মিয়া সহ কমিটির সদস্যবৃন্দ প্রমুখ। ধারাবর্ণনা করেন সাজন আহমদ, শাহরিয়ার আহমেদ, ২য় রাউন্ডে প্রথম ম্যাচে আম্পায়ার হিসেবে ছিলেন সিদ্দিক আহমেদ, শুভ আহমদ।