সেলিম মাহবুব,সিলেটঃ
ছাতক উপজেলায় ও পৌর শহরে নানা আয়োজনে ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ছাতক উপজেলার ছাতক পৌরসভায় বিদ্যাদেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। সনাতন ধর্মবিশ্বাসমতে, সরস্বতী বিদ্যা, বাণী আর সুরের দেবী। প্রতিবছরের মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এদিন সাদা রাজহাঁসের পিঠে চেপে দেবী সরস্বতী নেমে আসেন পৃথিবীতে। বুধবার সকাল ৮টা থেকে শুরু করে পৌরসভার, ছাতক সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, ছাতক সরকারি ডিগ্রি কলেজ, কালী বাড়ি , বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাসপাতাল রোড, তাতিকোনা, নোয়ারাই, ছাতক সিমেন্ট কারখানা উচ্চ বিদ্যালয়, সিলেট পাল্প এন্ড উচ্চ বিদ্যালয়সহ ১৩টি ইউনিয়নের বিভিন্ন মন্ডপে পূজা আর আরাধনার মধ্য দিয়ে এ দেবীকে স্মরণ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হিন্দু ধর্মীয় শিক্ষার্থীরা। সনাতন হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীদের কাছে পরম আরাধ্য এ দেবী। উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব ও হিন্দু সম্প্রদায়ের প্রতিটি ঘরে ঘরে অনুষ্ঠিত হয়েছে সরস্বতী পূজা।