সেলিম মাহবুব, ব্যুরো প্রধান, সিলেটঃ
ছাতকের গদারমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোন সরকারি দিবস পালন করা হয়নি। গতকাল ১৭ মার্চ রবিবার ছিলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস। কিন্তু বিদ্যালয় খোলা থাকলেও দিবসটি পালন করা হয়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহিনা বেগম বিদ্যালয়ে উপস্থিত হয়ে ১২ টার মধ্যে হাজিরা স্বাক্ষর দিয়ে বিদ্যালয় ত্যাগ করেন বলে জানিয়েছেন বলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সালাম শাকিল। বিদ্যালয় পরিচালনা কমিটির একাধিক সদস্য জানান, এই বিদ্যালয়ে কোন সরকারি দিবস পালন করা হয়নি। শিক্ষার মান ও অতি নিম্নমানের। প্রধান শিক্ষক বিদ্যালয়ে নিয়মিত নয়। তিনি ইচ্ছেমতো বিদ্যালয়ে যাওয়া আসা করেন এবং ইচ্ছেমতো বিদ্যালয় ছুটি দিয়ে শহরে চলে যান। কমিটি বা ছাত্র-ছাত্রীর অভিভাবকের অভিযোগ আপত্তি কোন কিছুই কানে দেন নি। প্রধান শিক্ষকের এহেন কর্মকান্ডে সরকারি দপ্তরে অভিযোগ ও দেয়া হয়েছে।