সেলিম মাহবুব,সিলেটঃ
ছাতকের জাউয়া সাহিত্যিক পাড়ায় দ্বিতীয় নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন করা হয়েছে।শুক্রবার রাতে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে জাউয়া সাহিত্যিক পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৪ ইং এর উদ্ভোধন করা হয়। নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠান মালায় উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা হাজী আলমগীর হোসেন। আরো উপস্থিত ছিলেন আয়োজক জয়নাল আবেদিন জয়, আব্দুল কাইয়ুম রকি, আব্দুর রহিম, হাফিজুর রহমান নেইমার, ইসলাম উদ্দিন, জসিম উদ্দিন, মুহিবুর রহমান, রুমন আহমদ প্রমুখ। এ নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাউয়াবাজার ব্যবসায়ী কমিটির সভাপতি নুর মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী তুলা মিয়া, জাউয়া গ্রামের বিশিষ্ট মুরব্বি জলকদর মিয়া, তরুণ সমাজ সেবক মুক্তাদির মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মাসুক মিয়া, আব্দুল হক, লন্ডন প্রবাসী শাহজাহান মিয়া, তরুণ সমাজ সেবক আল আমিন,সমতা স্কুল এন্ড কলেজের প্রভাষক মোশাররফ হোসেন, কামরুল মিয়া, আবু সুফিয়ান সহ জাউয়া এলাকার ক্রীড়ামোদী দর্শক ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে জাউয়া লক্ষন সোম আদিল এফসি বনাম পাগনার পার শাহজালাল স্পোর্টিং ক্লাবের মধ্যে। উদ্বোধনী ম্যাচে বিজয়ী দল আদিল এফ সি ক্লাবের অধিনায়কের হাতে পুরস্কার একটি এলইডি টিভি তুলে দেন অতিথিবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে হাজী আলমগীর হোসেন বলেন, যুব সমাজকে খেলাধূলার প্রতি আগ্রহী করে তাদেরকে অপ- সংস্কৃতিও মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে হবে। তিনি বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকান্ড থেকে দুরে সরিয়ে রাখতে খেলা ধুলার বিকল্প নেই। প্রতিবছর এই এলাকায় এ ধরনের সকল আয়োজনে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন