সেলিম মাহবুব, ব্যুরো প্রধান, সিলেট :
ছাতকে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর এলাকায় র্যালী শেষে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারি কমিশনার (ভুমি) মোঃ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়ের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লিপি বেগম। বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, ছাতক হাসপাতালের আর এম ও, ডাক্তার সাইদুর রহমান, ভাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মাষ্টার আওলাদ হোসেন, দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, মন্ডলী ভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা, বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইমাদ উদ্দিন মানিক প্রমুখ।