সেলিম মাহবুব, সুনামগঞ্জঃ
ছাতকে দুর্বৃত্তদের দেয়া আগুনে কৃষকের গো-খাদ্য খড় সহ দুটি ঘর ভষ্মিভুত হযেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার ভাতগাঁও ইউনিয়নের আহমদনগর-কাংলাজান গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৫ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রামের মানুষ যখন ঘুমে মগ্ন তখন কে বা কারা গ্রামের কৃষক শাহ ইসহাক আলী চিশতী পীরের খড়ের ঘরে আগুন ধরিয়ে দেয়। খড় শুকনো থাকায় আগুন মুহুর্তের মধ্যে পাশের ঘরে ছড়িয়ে পড়ে। ঐ ঘরে পোলট্রি ফার্মের মোরগের জন্য পর্যাপ্ত খাবার রাখা ছিল বলে জানা গেছে। অনুভব করতে পেরে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা চালায়। কয়েক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আসার আগেই খড়ের ঘর সহ টিন শেডের দুটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে পোলট্রি মোরগের খাদ্য, গো-খাদ্য সহ অন্তত ৫ লক্ষাধিক টাকা মুল্যের মালামাল ভষ্মিভুত হয়। বুধবার সকালে ছাতক থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আগুনে ক্ষতিগ্রস্থ কৃষক শাহ ইসহাক আলী চিশতী পীর জানান, শত্রুতামুলক তার ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।