সেলিম মাহবুব, ব্যুরো প্রধান, সিলেটঃ
ছাতকে বাংলাদেশ বেতারের শিশু কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন বিষয়ক সচেতনতা মূলক প্রামাণ্য অনুষ্ঠান উন্নয়ন-বার্তা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধে সামাজিক সচেতনতা সহ স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।বাংলাদেশ বেতারের কর্মকর্তা সজীব দত্তের উপস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তাফা মুন্না। বক্তব্য রাখেন, ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব, ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায়, তথ্যসেবা কর্মকর্তা সাবিহা মুস্তারি প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রামাণ্য অনুষ্ঠান ধারণ ও সঞ্চালনা করেন বেতার উপস্থাপক সজীব দত্ত। অনুষ্ঠান সম্পর্কে মুঠোফোনে বাংলাদেশ বেতার এর অতিরিক্ত পরিচালক আল আমিন খান বলেন, দেশের জনসংখ্যার শতকরা ৭০ ভাগ হচ্ছে শিশু, কিশোর-কিশোরী ও নারী। এরা পিছিয়ে থাকলে দেশের অগ্রযাত্রা ব্যাহত হবে। তাই এদের উন্নয়নে দেশের একমাত্র সরকারী গণমাধ্যম তার ভূমিকার বিষয়ে সচেতনতা থেকেই এ ধরণের অনুষ্ঠান আয়োজন করে যাচ্ছে।