সেলিম মাহবুব, সিলেটঃ
সুনামগঞ্জ জেলার ছাতকের প্রাচীনতম বিদ্যাপিঠ ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৪ ইংরেজি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আরজু মিয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক অজয় কৃষ্ণ পাল, দশম শ্রেণির শিক্ষার্থী আমিরাতুন নেছা ইসমাত এবং তাসনিম তাহিয়া যৌথ পরিচালনায় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক জাহাঙ্গীর আজাদ, অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষক অবঃ দিলীপ দাস, দেলোয়ার হোসেন খান, সহকারী শিক্ষক আব্দুল মুকিত, মনিরুল ইসলাম, আবুল কালাম, মাওলানা জাকির হোসেন, জীবেশ চক্রবর্তী, তপু চৌধুরী, লায়লা আঞ্জুমান আরা বেগমসহ শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র / ছাত্রীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। এ প্রতিযোগিতায় ১৯ টা ইভেন্টে ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৫৪ জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান লাভ করেছেন। সোমবার (১২ই ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হয়। মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন: ইংরেজি রচনায় ক বিভাগে ১ম স্থান অষ্টম শ্রেণির আরিয়ান জাহিন জিহান, ২য় স্থান অষ্টম শ্রেণির ওয়াসিফা নোহা, ইংরেজি রচনায় (খ) গ্রুপের ১ম স্থান দশম শ্রেণির তাসনিম তাহিয়া, ২য় স্থান নীরব দে বাঁধন, ৩য় স্থান আহনাফ ইব্রাহিম রাহী। বাংলা রচনায় ক গ্রুপের ১ম স্থান অষ্টম শ্রেণির ওয়াসিফা নোহা, ২য় স্থান আরিয়ান জাহিন জিহান, ৩য় স্থান সপ্তম শ্রেণীর স্পর্শ দত্ত, বাংলা রচনায় খ গ্রুপের দশম শ্রেণির ১ম স্থান আহনাফ ইব্রাহিম রাহী, ২য় স্থান দশম শ্রেণির তাসনিম তাহিয়া, ৩য় স্থান দশম শ্রেণির শাহরিয়ার আহমেদ নবীন। আযানে ১ম স্থান দশম শ্রেণির অনিক হাসান রাশেদ, ২য় স্থান দশম শ্রেণির শাহ জিহান বিন মুজাহিদ, ৩য় স্থান ষষ্ট শ্রেণির আব্দুল্লাহ আল সিফাত। গীতা পাঠে ১ম স্থান অষ্টম শ্রেণির ইশারা দেবনাথ, ২য় স্থান দশম শ্রেণির একা রাণী দাস, ৩য় স্থান সপ্তম শ্রেণির সৃজন বর্মন। হামদ-নাতে ১ম স্থান দশম শ্রেণির অনিক হাসান রাশেদ, ২য় স্থান অষ্টম শ্রেণির আরিয়ান জাহিন জিহান, ৩য় স্থান দশম শ্রেণির বুশরা খানম। উপস্থাপনায় ১ম স্থান দশম শ্রেণির আমিরাতুন নেছা ইসমাত, ২য় স্থান দশম শ্রেণির তাসনিম তাহিয়া, ৩য় স্থান অষ্টম শ্রেণির ইশারা দেবনাথ। ফোক গান ও আঞ্চলিক গানে ১ম স্থান ষষ্ঠ শ্রেণির কথা দাস, ২য় স্থান অষ্টম শ্রেণির অনামিকা নাগ মেঘা, ৩য় স্থান সপ্তম শ্রেণির হৃদিকা তালুকদার তুরা। দ্বেশাত্ববোধক, রবীন্দ্র সংঙ্গীত,নজরুল গীতিতে ১ম স্যার নবম শ্রেণির ঐশী তালুকদার, ২য় স্থান অষ্টম শ্রেণির দীপা চন্দ, ৩য় স্থান নবম শ্রেণির স্বপ্নীল দাস। সাধারণ জ্ঞান ১ম স্থান দশম শ্রেণির নিরব দে বাঁধন, ২য় স্থান ষষ্ঠ শ্রেণির আলী আহনাফ, ৩য় স্থান সপ্তম শ্রেণির অর্পণ দাস অর্ক। বিজ্ঞান প্রজেক্ট, মাটির কাজ, কুঠির শিল্পতে ১ম স্থান দশম শ্রেণির রিফাত জাহান মাহমা, ২য় স্থান ষষ্ঠ শ্রেণির অম্বিকা তালুকদার, ৩য় স্থান দশম শ্রেণির আতিকা রহমান। চিত্রাঙ্কনে ১ম স্থান ষষ্ঠ শ্রেণির দেবযানী রায়, ২য় স্থান অষ্টম শ্রেণির রুহিত ধর, ৩য় স্থান ষষ্ঠ শ্রেণির অমৃিকা তালুকদার। ক্বেরাতে ১ম স্থান দশম শ্রেণির অনিক হাসান রাশেদ, ২য় স্থান দশম শ্রেণির আমিরাতুন নেছা ইসমাত, ৩য় স্থান দশম শ্রেণির আনজুম সিফাত। কবিতা আবৃত্তিতে ১ম স্থান ষষ্ঠ শ্রেণির দেবযানী রায়, ২য় স্থান সপ্তম শ্রেণির নওশিন আজাদ, ৩য় স্থান সপ্তম শ্রেণির দীপা চন্দ। একক অভিনয়ে ১ম স্থান অষ্টম শ্রেণির অদ্রিজা দে পিয়ন্তী, ২য় স্থান সপ্তম শ্রেণির স্পর্শ দত্ত, ৩য় স্থান ষষ্ঠ শ্রেণির জারিন। জাতীয় সঙ্গীতে ( দলীয়) চ্যাম্পিয়ন কথা ও তার দল, রানার্সআপ অনামিকা ও তার দল। জারীগান(দলীয়) চ্যাম্পিয়ন দীপা ও তার দল, রানার্সআপ তুরা ও তার দল। নৃত্যতে ১ম স্থান অষ্টম শ্রেণির আদ্রিজা দে পিয়ন্তী, ২য় স্থান ষষ্ঠ শ্রেণির কথা দাস, ৩য় স্থান সপ্তম শ্রেণির নওশিন আজাদ নিশাত শিক্ষার্থী অংশগ্রহণ করে বিজয়ী হয়।