সেলিম মাহবুব,সিলেটঃ
ছাতকে মনিপুরী সম্প্রদায়ের ১০৭তম গুরু সংকীর্ত্তন উপলক্ষে শ্রী শ্রী রাধাকৃষ্ণের অষ্টপ্রহর লীলা কীর্ত্তন ১৭ ফেব্রুয়ারী শনিবার উপজেলার ইসলামপুর ইউনিয়নের ধনীটিলা শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দিরে অনুষ্ঠিত হবে। কীর্ত্তন উপলক্ষে এলাকার মনিপুরী সম্প্রদায়ের মানুষের মাঝে এখন বিরাজ করছে আনন্দ উৎসবের আমেজ। ভারত-বাংলাদেশের খ্যাতমানা কীর্তনীয়াগন লীলা কীর্ত্তনে কীর্ত্তন পরিবেশন ও মৃদঙ্গে শাস্ত্রীয় কলা-কৌশল প্রদর্শন করবেন। শনিবার ও রবিবার দু’দিন ব্যাপী ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে লীলা কীর্ত্তন উৎসব অনুষ্ঠিত হবে। শ্রী শ্রী রাধাকৃষ্ণের অষ্টপ্রহর লীলা কীর্ত্তন পরিবেশন করবেন ভারতের করিমগঞ্জ থেকে আগত অজা (ওস্তাদ) অঞ্জন কুমার সিংহ, স্থানীয় ধনীটিলার গ্রামের অজা (ওস্তাদ) ইন্দ্রমোহন সিংহ, লিটন সিংহ ও সিলেট কোম্পানীগঞ্জের সমরজিৎ সিংহ। মৃদঙ্গে শাস্ত্রীয় কলা-কৌশল প্রদর্শন করবেন ভারতের করিমগঞ্জের অজা (ওস্তাদ) রামকৃষ্ণ শর্ম্মা ও তার দল, ভারতের শিলচরের অজা (ওস্তাদ) সুদীপ সিংহ ও তার দল, মৌলভীবাজার কমলগঞ্জের অজা (ওস্তাদ) নিল মনি সিংহ ও তার দল, স্থানীয় ধনীটিলা গ্রামের শ্যামবাবু সিংহ ও তার দল এবং শুভ্র শর্ম্মা ও তার দল। উক্ত অষ্টপ্রহর লীলা কীর্ত্তন মহোৎসবে উপস্থিত হয়ে কীর্ত্তন শ্রবন করে মহাপূণ্য লাভ করতে সকল পূন্যার্থীদের প্রতি সাদর আমন্ত্রন জানিয়েছেন ১০৭তম গুরু সংকীর্ত্তন উদযাপন কমিটির সভাপতি নীল মাধব সিংহ বাদল ও সাধারন সম্পাদক রবীন্দ্র কুমার সিংহ। শ্রী শ্রী রাধাকৃষ্ণের অষ্টপ্রহর লীলা কীর্ত্তন সফলভাবে সমাপ্ত করতে বরাবরের মতো ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সর্বাত্মক আন্তরিক সহযোগিতা প্রার্থনা করেছেন উদযাপন কমিটির নেতৃবৃন্দ।