সেলিম মাহবুব,সিলেটঃ
ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের কৈতক অষ্টগ্রামবাসী নৌকার সমর্থক গোষ্ঠীর উদ্যোগে ছাতক-দোয়ারাবাজার আসনে পাঁচ বারের নির্বাচিত সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে কৈতক গ্রামে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন বলেছেন, মুহিবুর রহমান মানিকের নির্বাচনী ক'টি সভায় আমি এসেছি। তিনি আওয়ামীলীগের প্রার্থী, শেখ হাসিনার প্রার্থী সাধারণ মানুষকে বুঝাতে সক্ষম হয়েছি। যারা মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়িয়ে টাকার বস্তা নিয়ে মাঠে নেমেছিল, আওয়ামীলীগ ও সাধারণ মানুষ তাদের গ্রহণ করেনি। মানুষ নৌকার পক্ষেই ভোট দিয়েছে। সংবর্ধিত অতিথি মুহিবুর রহমান মানিক এমপি তাঁর বক্তব্যে বলেছেন, ছাতক- দোয়ারায় একটি মহল আওয়ামীলীগের ও নৌকা প্রতিকের বিপক্ষে সকল নির্বাচনে কাজ করেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ও তারা এই কাজটি করে গেছে। তারা সব সময় আওয়ামীলীগের খোলসে আওয়ামীলীগের বিরোধিতা করে। এখন আওয়ামী লীগ ও সাধারণ ভোটার তাদের এ সব অপপ্রচার আর গ্রহণ করেনি। এলাকার বিশিষ্ট মুরব্বি হাজী আব্দুস সোবহানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা নুরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় আরো বক্তব্য রাখেন, সিলেট জেলা বারের জিপি, আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য, এডভোকেট রাজ উদ্দিন, সুনামগঞ্জ জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট চান মিয়া, জেলা বারের বর্তমান সভাপতি এডভোকেট নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, জাউয়া কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মনি শংকর ভৌমিক, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, ইউপি চেয়ারম্যান আব্দুল হক, সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা কদর মিয়া, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম কিরণ, কানাডা প্রবাসী আমজাদ আলী, ইউপি সদস্য নুনু মিয়া, যুবলীগ নেতা ফয়জুল ইসলাম মকু, রতন কুমার দেব প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী সেলিম সিদ্দিকী। সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
যশোর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক যশোরের দর্পণ নিয়মিত পড়ুন ও বিজ্ঞাপন দিন
Copyright © 2024 দৈনিক যশোরের দর্পণ. All rights reserved.