সেলিম মাহবুব, ব্যুরো প্রধান সিলেটঃ
ছাতক রামকৃষ্ণ সেবাশ্রম পরিচালনায় নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার ১৫ মার্চ সন্ধায় সেবাশ্রমে ভক্তবৃন্দের উপস্থিততে এক সভায় সর্বসম্মতিক্রমে রবীন্দ্র কুমার দাসকে সভাপতি, সত্য রঞ্জন ঘোষকে সাধারণ সম্পাদক, বিজিত রঞ্জন করকে, অর্থ সম্পাদক এবং প্রনয় কুমার আচার্য মুন্নাকে সাংগঠনিক সম্পাদক করে ছাতক রামকৃষ্ণ সেবাশ্রম পরিচালনার জন্য নতুন এ কমিটি গঠন করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এড.পীযুষ কান্তি ভট্টাচার্য, অধ্যাপক হরিদাস রায়, রবীন্দ্র কুমার দাস, মহন্ত কুমার রায়, নেপাল পাল, হরিপদ পোদ্দার, সুবীর নাগ ভাস্কর, নিতাই রায়, বাবুল রায়সহ সনাতন ধর্মাবলম্বী অর্ধ শতাধিক ভক্তবৃন্দ।