সেলিম মাহবুব, ব্যুরো প্রধান, সিলেটঃ
ছাতকে চোরাইমাল সহ জামিল আহমদ নামের এক চোরকে স্থানীয় জনতা আটক করে বাজার কমিটির মাধ্যমে থানা পুলিশের হাতে সোপর্দ করেছেন। বৃহষ্পতিবার ভোরে পশ্চিম বাজার থেকে চোরাইমাল সহ জামিল আহমদকে আটক করেন বাগবাড়ি গ্রামের হাজী আতিকুর রহমান আংগুর ও এলাকার লোকজন। পরে তাকে ছাতক বাজার পরিচালনা কমিটির হাতে তুলে দেয়া হয়। বাজার পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কাজি আমিনুল ইসলাম জানান, কমিটির মাধ্যমে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটক জামিল আহমদ পৌরসভার ৮ নং ওয়ার্ডের চরেরবন্দ মহল্লার আমির আলীর পুত্র। সম্প্রতি ছাতক বাজারের কয়েকটি দোকানে চুরি সংঘটিত হয়েছে। একটি সংঘবদ্ধ চক্র এসব চুরির ঘটনা ঘটিয়েছে বলে ব্যবসায়ী মহলের ধারণা। এ দিকে আটক জামিল আহমদ থানা পুলিশের কাছে ব্যবসায়ী অজিত পালের স্বর্ণের দোকানে চুরি সহ কয়েকটি চুরির ঘটনা স্বীকার করে তার সাথে সংঘবদ্ধ চোর চক্রের নাম প্রকাশ করেছে। থানা পুলিশ গোপনীয়তা রক্ষা করে চোর চক্রের অন্যান্য সদস্যদের আটক করতে অভিযান অব্যাহত রেখেছে।