সেলিম মাহবুব, ব্যুরো প্রধান, সিলেটঃ
ছাতক সাব রেজিষ্ট্রার অফিসের দলিল লেখক মুহিবুল হক রবিবার ১৭ মার্চ (৬ রমজান) রাত ১১ ঘটিকার সময় সিলেট জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। শনিবার অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেট নগরীর জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার তিনি মৃত্যু বরণ করেন। (ইন্না ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মরহুম মহিবুল হক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী গ্রামের বাসিন্দা ও মরহুম সুরত মিয়ার পুত্র। মৃত্যুকালে তার বয়স ছিলো ৬০ বছর। তিনি ছাতক সাব রেজিষ্ট্রার অফিসের একজন স্বনামধন্য দলিল লিখক ও উপজেলা দলিল লিখক সমিতির কোষাধ্যক্ষ ছিলেন। মুহিবুর হক মৃত্যুকালে মা, ভাই, স্ত্রী,২ পুত্র,১ কন্যা সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম নামাজে জানাজা সোমবার ১৮ মার্চ সকাল ১১ ঘটিকার সময় ছাতক উপজেলা পরিষদ জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। মরহুমের ২য় জানাজা নিজ গ্রাম ঝিগলীতে ২.৩০ ঘটিকার সময় অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে। জানাজায় সকলের উপস্থিতি ও দোয়া কামনা করা হয়েছে। এদিকে মুহিবুল হকের মৃত্যুতে শোকাভিভূত উপজেলা দলিল লিখক সমিতি সোমবার ১৮ মার্চ ছাতক সাব রেজিষ্ট্রারের কার্যালয়ে দলিল রেজিষ্ট্রি সহ মোহরারদের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন। সমিতির কোষাধ্যক্ষের মৃত্যুতে দলিল লিখক সমিতির সকল নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুম মুহিবুল হকের আত্মার মাগফিরাত কামনা করেছেন।