ছাতক পৌর শহরের বাগবাড়ি এলাকা থেকে মাদক বিক্রি ও সেবন বন্ধের দাবিতে যুবসমাজের স্মারক লিপি প্রদান
সেলিম মাহবুব,সিলেটঃ
সুনামগঞ্জ জেলার ছাতক পৌরসভার বাগবাড়ি মহল্লায় অবাধে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় ও সেবন বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত আবেদন করা হয়েছে। মঙ্গলবার বাগবাড়ি এলাকার যুব সমাজের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্নার কাছে এ আবেদনটি দেয়া হয়। আবেদনের কপি ছাতক পৌরসভার মেয়র, সুনামগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, ছাতক থানার অফিসার ইনচার্জ ও সিনিয়র সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেলকে দেয়া হয়েছে। আবেদনে উল্লেখ করা হয়েছে পৌরসভার ৬নং ওয়ার্ডের বাগবাড়ি এলাকায় মাদক বিক্রি, মাদক সেবন মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পেয়েছে। এখানে মাদক দ্রব্য হাতের নাগালে থাকায় কিশোর-তরুণরা দিন-দিন মাদকের প্রতি আসক্ত হচ্ছে এবং বাগবাড়ি গ্রামের সুনাম ক্ষুন্ন হচ্ছে। বাগবাড়ি এলাকা নামে পরিচিত ছাতক বাসষ্ট্যান্ড থেকে বাগবাড়ি স্কুল পর্যন্ত রাস্তা, সাধনা ঔষধালয় হতে বাগবাড়ি কানাখালি রাস্তা সহ পশ্চিম বাজার পর্যন্ত রাস্তায় রাতে অবাধে মাদক দ্রব্য বিক্রি ও সেবন করা হচ্ছে। মাদক ব্যবসা নির্মূলে গ্রামবাসী ঐক্যবদ্ধ। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলে গ্রামের যুবসমাজের সহযোগিতা থাকবে। যুব সমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হয়ে প্রতিবাদ গড়ে তোলার আহবান জানিয়ে তারা বলেন "এসো মাদক মুক্ত সমাজ গড়ি"আইনের প্রতি শ্রদ্ধাশীল হই" মাদক নির্মুলে প্রশাসনের সাথে যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।##
যশোর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক যশোরের দর্পণ নিয়মিত পড়ুন ও বিজ্ঞাপন দিন
Copyright © 2024 দৈনিক যশোরের দর্পণ. All rights reserved.