সেলিম মাহবুব, সিলেটঃ
সিলেটের জকিগঞ্জে নিখোঁজের ৫ দিন পর হাওরের ডোবা থেকে মোশাররফ হোসেন নামের স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার বিকেলে বালাই হাওরের কুচিরখাল থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। মোশাররফ হোসেন মানিকপুর ইউপির এওলাসার গ্রামের জামিল আহমদের পুত্র। নিহত মোশাররফ হোসেন (১৪) স্থানীয় রতনগঞ্জের গোলাম মোস্তফা চৌধুরী একাডেমির অষ্টম শ্রেণীর ছাত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে গত ৬ ফেব্রুয়ারি বিকেল চারটার দিকে মোশাররফ হোসেন বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী নান্দিশ্রী গ্রামের একটি ওয়াজ মাহফিলে যায়। এরপর থেকেই সে নিখোঁজ হয়। সম্ভাব্য সকল স্থানে সন্ধান করেও তাকে না পেয়ে তার পিতা জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। রবিবার বিকেলে মাছ শিকারীরা বালাই হাওরের কুছির খাল নামক ডোবায় মাছ ধরতে গিয়ে তারা অর্ধগলিত একটি লাশ ভেসে থাকতে দেখতে পায়। খবর পেয়ে নিখোঁজ মোশাররফ হোসেনের স্বজনরা গিয়ে লাশটি সনাক্ত করেন। বিকেলে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরী, নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।