প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১১:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২৪, ৮:১৮ অপরাহ্ণ
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক তরুণের মৃত্যু
পাকশী জেলার রেলওয়ে থানাধীন সান্তাহার রেলওয়ে থানা পুলিশ এক অজ্ঞাতনামা তরুণের মৃতদেহ উদ্ধার করেছেন। সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিহত তরুণের আনুমানিক বয়স (১৭) বছর। আজ শুক্রবার বিকেল ৩ টা ১৫ মিনিটে সান্তাহার রেলওয়ে থানাধীন নাটোর জেলার মাধনগর রেল স্টেশনের ওভার ব্রিজের সাথে ধাক্কা লেগে ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ রিপোট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে মুঠোফোনের জানান হাবিবুর রহমান জানান। আজ শুক্রবার বিকেলে মাধনগর রেলওয়ে স্টেশনের ওভার ব্রিজের সাথে ধাক্কা লেগে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী রংপুর এক্সপ্রেসে ট্রেনে ওই তরুনের মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে থানা নিহত তরুণের মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে গিয়েছেন। তবে নিহত তরুণের পরিচয় শনাক্তের জন্য খোঁজ খবর নেওয়া হচ্ছে। পরিচয় শনাক্ত হলে পরিবারের নিকট লাশটি হস্তান্তর করা হবে।এ রিপোট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
যশোর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক যশোরের দর্পণ নিয়মিত পড়ুন ও বিজ্ঞাপন দিন
Copyright © 2024 দৈনিক যশোরের দর্পণ. All rights reserved.