স্টাফ রিপোর্টার রংপুর।
আজ ২৯ শে মার্চ থেকে দেশের দিকে মৃদু তাপপ্রবাহ শুরু হতে যাচ্ছে। এবং তা বেশ কিছুদিন (প্রায় এপ্রিলের মাঝামাঝি) পর্যন্ত চলতে পারে আশা করি। এর ভিতরে পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও তা মাঝারি তাপ প্রবাহেও রূপান্তরিত হতে পারে। তাপপ্রবাহ যুক্ত এলাকা গুলো হলো, সম্পুর্ণ রংপুর ও রাজশাহী বিভাগ। ও খুলনা বিভাগের উপকূলীয় এলাকা বাদে সকল এলাকা। ও ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর, মুন্সীগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর ও এর পার্শ্ববর্তী এলাকায়। তাপপ্রবাহ চলাকালীন সময়ে এইসকল এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা, +৩৮° সেলসিয়াস এর আশেপাশে যেতেপারে। ও বৃষ্টির পরিমাণ বেশ কম থাকতে পারে। অপরদিকে সিলেট ও ময়মনসিংহ বিভাগে তাপপ্রবাহ থাকবে না ও স্বাভাবিক বৃষ্টিপাত চালু থাকতে পারে। সেই সাথে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের আবহাওয়া শুস্ক ও স্বাভাবিক থাকতে পারে তবে কিছুটা ভ্যাপসা গরম পড়তে পারে। তবে চট্টগ্রামের উত্তর অংশে মাঝে মাঝেই বিক্ষিপ্ত কিছু বজ্রবৃষ্টি হতে পারে। এপ্রিল এর মাঝামাঝি একটি বৃষ্টিবলয় এর সম্ভাবনা আছে (সম্ভাব্য সময় পরে জানিয়ে দেওয়া হবে)। এরপর দেশের দিকে শক্তিশালী তাপপ্রবাহ ( দাবানল) আসতে পারে।