মোঃ মুক্তাদির হোসেন।, গাজীপুর :
সভাপতি মামুন – সম্পাদক সফিক ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা জাতীয় শ্রমিকলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে । কেন্দ্রীয় কমিটির সিদ্বান্ত মোতাবেক স্থানীয় ভাবে আওয়ামীলীগকে আরও শক্তিশালী ও দলীয় কার্য্যক্রমকে আরো গতিশীল রাখার জন্য মোঃ মামুন হোসেনকে সভাপতি ও মোঃ সফিকুল ইসলাম সফিককে সাধারণ সম্পাদক করে তুরাগ থানা জাতীয় শ্রমিকলীগের নতুন কমিটির অনুমোদন দিয়েছেন ঢাকা মহানগর উত্তর জাতীয় শ্রমিকলীগ । সোমবার ( ৫ই ফেব্রুয়ারী ) ঢাকা মহানগর উত্তরের জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর- মুক্তিযোদ্ধা আলহাজ মোঃ নুরুল ইসলাম ও ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ কামাল উদ্দিন খন্দকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় । তুরাগ থানা জাতীয় শ্রমিকলীগের নতুন কমিটি সাংগঠনিক চর্চাকে আরও বেশি গতিশীল এবং শক্তিশালী করবে বলে মন্তব্য করেছেন স্থানীয় আওয়ামী- সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ।