মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা :
দর্শনায় আইএফআইসি পিএলসি' দর্শনা শাখার উদ্যোগে প্রতিবেশী উৎসব(পিঠা) পালিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় দর্শনা পুরাতন বাজার আরাফ টাওয়ারের ২য় তলায় শাখা কার্যালয়ে এ পিঠা উৎসবের সভাপতিত্ব করেন দর্শনা শাখা ব্যাবস্থাপক সোহরাব হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র রবিউল ইসলাম সুমন,কাউন্সলার সাবির হোসেন মিকা,এনামুল হক,দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি ইকরামুল হক পিপুল, প্রেসক্লাবের সহসভাপতি মাহমুদ হাসান রনি, সাবেক সেক্রেটারী হারুন রাজু,আঃ রহমান,জাহিদুল ইসলাম,উত্তম কুমার দেবনাথ প্রমুখ।শুভেচ্ছা বক্তব্যে শাখা ব্যবস্থাপক সোহরাব হোসেন বলেন,গ্রাহক ও শুভানুধ্যায়ীদের সাথে নিয়ে আমাদের, আপনাদের সকলের এ আয়োজন।দেশের ১৩৬০'র ও বেশী শাখা উপশাখা নিয়ে আপনাদের প্রতিবেশী হয়ে আমরা ছড়িয়ে পড়েছি। প্রধান অতিথির বক্তব্যে মেয়র আতিয়ার রহমান হাবু বলেন,আইএফআইসি ব্যাংক এলাকায় ব্যাংক সেবার পাশাপাশি বিভিন্ন মানবসেবা,সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে যা প্রশংসার দাবী রাখে।তাই আমরা ও ব্যাংকের কল্যানে তাদের পাশে আছি, থাকবো।
যশোর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক যশোরের দর্পণ নিয়মিত পড়ুন ও বিজ্ঞাপন দিন
Copyright © 2024 দৈনিক যশোরের দর্পণ. All rights reserved.