মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার দর্শনাস্থ কেরু এ্যান্ড কোম্পানির আখরোপন, মাড়াই মৌসুমে আখরোপন লক্ষ্যমাত্রা অর্জন ও পরিস্কার -পরিচ্ছন্ন আখ সরবরাহের লক্ষ্যে আখচাষিদের নিয়ে বিভিন্ন কলাকৌশল বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫ টায় মিলসগেট পূর্ব সাবজোনের ১৫নং ইউনিটের দোস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশিষ্ট আখচাষি ও আখচাষি কল্যাণ গ্রুপের সাধারণ সম্পাদক মো.আ.বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। । এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরু এ্যাণ্ড কোং (বাংলাদেশ)লি.এর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান এফসিএমএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুমন কুমার সাহা, মহাব্যবস্থাপক (কারখানা), মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া, মহাব্যবস্থাপক(কৃষি), ও মো.মাহবুবুর রহমান,ডিজিএম (সম্প্রসারন)। প্রধান অতিথি রাব্বিক হাসান এ মিলে যোগদানের পর থেকেই আখ রোপনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চাষি মিটিং এ যোগদান ও আখের প্লট পরিদর্শনে গুরুত্ব দিয়েছেন। তিনি মাঠ পর্যায়ে চাষীদের মাঝে হাজির হয় আখচাষিদের বিভিন্ন অভিযোগ শোনেন এবং তা ন্যায্যতার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন।সভায় আখচাষিদের বিভিন্ন প্রশ্নের জবাবে আখচাষ বৃদ্ধি করতে যা যা যৌক্তিকভাবে করা সম্ভব সবকিছুই করতে তিনি উপস্থিত চাষীদের আশ্বস্ত করেন। সভায় মহাব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার সাহা অধিক চিনি আহরনের জন্য পরিস্কার -পরিচ্ছন্ন ও টপট্রাসমুক্ত আখ মিলে সরবরাহ করার জন্য উপস্থিত চাষিভাইদের বিনীত অনুরোধ করেন। মহাব্যবস্থাপক (কৃষি) মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া আখরোপনে বিশেষ করে বীজ শোধন করার প্রতি গুরুত্বারোপ করেন যাতে অল্প জমি হতে অধিক ফলন নিশ্চিত করা যায়।আখচাষিদের আগ্রহ এবং সাবজোন প্রধান ও সিডিএ’র ঐকান্তিক প্রচেষ্টায় আশা করি আখরোপন বৃদ্ধি পাবে।