মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর চেষ্টা কালে টহল বিজিবির হাতে কুষ্টিয়া ও রাজশাহী আওয়ামী প্রজন্ম লীগের দু’ নেতা আটক হয়েছে।এসময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, অসংখ্য দলীয় সীল ও দলীয় প্যাডসহ সার্টিফিকেট উদ্ধার করা হয়। রবিবার দুপুর টায় দর্শনার জয়নগর সীমান্তের ৭৬ নম্বর মেইল পিলারের সামনে দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার কাজিহাটা গ্রামের আশরাফুল আহমেদের ছেলে মোঃ বুলবুল আহমেদ (৩৮) ও রাজশাহী জেলার বাগমারা উপজেলার খাজুরা গ্রামের মনির হকের ছেলে মোঃ ফজলুলু হক (৩৫)।এসময় দর্শনা বিওপির টহলরত বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে। পরে তাদের ব্যাগ তল্লামি করে একটি ল্যাপটপ, অসংখ্য দলীয় সীল ও প্যাডসহ সার্টিফিকেট উদ্ধার করে। এরা আওয়ামী প্রজন্ম লীগের নেতা বলে বিজিবির কাছে জানিয়েছেন। বিকালে দুজনকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে বলে দর্শনা থানার অফিসার ইনচার্জ শ্রী বিপ্লব কুমার সাহা জানিয়েছেন।