মোঃ রাজু মিয়া, বিশেষ প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বাবার লাশ বাসায় রেখে এসএসসি পরীক্ষার কেন্দ্রে অংশ নেন সৈকত নামের এক শিক্ষার্থী। সৈকত বীরগঞ্জ উপজেলার মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র। আজ বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারি সকালে উপজেলার ভোগনগর ইউনিয়নের রহিম বলস উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে সৈকত। এসএসসি পরীক্ষার্থী সৈকত উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাস্টার পাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য শফিউল আলমের সন্তান। তিনি মোহাম্মদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোপাল দেব শর্মা জানান শফিউল আলম গতকাল বুধবার সন্ধ্যা সাতটায় দিকে হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন। তার জানাজার নামাজ আজ বিকেল তিনটার দিকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাবার লাশ বাসায় রেখে এসএসসি পরীক্ষার কেন্দ্রে যান সৈকত। বীরগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ বলেন সৈকত মাহানপুর উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের মেধাবী ছাত্র। বাবার মৃত্যুর পরও বৃহস্পতিবার বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিয়েছে।
যশোর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক যশোরের দর্পণ নিয়মিত পড়ুন ও বিজ্ঞাপন দিন
Copyright © 2024 দৈনিক যশোরের দর্পণ. All rights reserved.