মোঃ মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি।।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১.০০ ঘটিকায় সময় দেবীগঞ্জ- উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফুল আলম,, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ- পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক আবু , দেবীগঞ্জ-থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সরকার ইকতেখারুল মোকাদ্দেম ,, রিতু আক্তার মহিলা ভাইস চেয়ারম্যান দেবীগঞ্জ-উপজেলা পরিষদ দেবীগঞ্জ-পঞ্চগড় , বাবু নির্মল চন্দ্র রায় বাংলাদেশ আওয়ামী কৃষকলীগ দেবীগঞ্জ -উপজেলা শাখা , আশরাফুল আলম এমু সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী কৃষকলীগ দেবীগঞ্জ উপজেলা শাখা ও চেয়ারম্যান ৩ নং দেবীগঞ্জ-সদর ইউনিয়ন পরিষদ,,আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী কৃষকলীগ দেবীগঞ্জ -পৌর শাখা।। এছাড়া ও উপস্থিত ছিলেন দেবীগঞ্জ- উপজেলার ১০ টি ইউনিয়নের চেয়ারম্যান গণসহ প্রমুখ,, আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে চলমান এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশনের জন্য এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, জঙ্গিবাদ-মাদক, চোরাচালান ও ভূমি দস্যুদের প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার।।