মোঃ মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধি।।
পঞ্চগড়ের দেবীগঞ্জে এসএসসি পরীক্ষায় অংশ নিতে না পেরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন করলেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী ঘটনা টি ঘটেছে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ৯ নং দেবীডুবা ইউনিয়নের গালান্ডি বাজার সংলগ্ন দেবীডুবা বালিকা উচ্চ বিদ্যালয়ে, আজ বৃহস্পতিবার দুপুরে গালান্ডি বাজার মেইন রোডে ঐ স্কুলের প্রধান শিক্ষক বিনোদ চন্দ্র রায়ে বিরুদ্ধে মানববন্ধন করেন শিক্ষার্থী সিন আক্তার।। অভিযোগ সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ করতে প্রধান শিক্ষকের কাছে সরকারী ফি টাকা দেয় সিন আক্তারের পিতা মোঃ আবু বক্কর সিদ্দিক পরে ফরম পূরণ করার পরও রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র পাইনি সিন আক্তার। ওই স্কুলের অন্যান্য শিক্ষার্থীরা প্রবেশপত্র পেলেও সিন আক্তার কে প্রবেশ পত্র দেয়নি প্রধান শিক্ষক। পরে পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পেয়ে যাবে বলে আশ্বাস দেন ওই শিক্ষক। পরবর্তীতে পরীক্ষার প্রথম দিন সকালে শিক্ষার্থী সিন আক্তার জানতে পারে তার ফরম ফিলাপ করা হয়নি। অভিযুক্ত প্রধান শিক্ষক বিনোদ চন্দ্রের স্কুল গিয়ে, স্কুল ছাত্রী সিন আক্তারের ফরম পূরণ করা বিষয় টি জানতে চাইলে তাকে স্কুলে পাওয়া যায় নি,, পরে ঐ প্রধান শিক্ষক কে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি কোনো ফোন রিসিভ করেননি। এই বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সলিমুল্লাহ কাছে স্কুল ছাত্রী সিন আক্তারের বিষয় টি জানতে চাইলে তিনি বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
যশোর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক যশোরের দর্পণ নিয়মিত পড়ুন ও বিজ্ঞাপন দিন
Copyright © 2024 দৈনিক যশোরের দর্পণ. All rights reserved.