দর্পণ ডেক্স :
শোক দিবস ঘিরে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে ঘটে যাওয়া কিছু বিতর্কিত ঘটনা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, ১৫ আগস্ট উপলক্ষে কেউ যদি ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে চায় তাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাধা দিতে পারে না। যারা সেখানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সারজিস এসব কথা জানান। সারজিস আলম বলেন, ২০১৩ সালে আওয়ামী লীগ পুলিশের মাধ্যমে হেজাফতে ইসলামের সমাবেশের সময় কান ধরে ওঠবস করানোর সংস্কৃতি শুরু করেছিল। তবে তা কোনোভাবেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। সারজিস বলেন, বঙ্গবীর কাদের সিদ্দিকীর গাড়িতে হামলার অধিকার কারো নেই। তাই এসবের সঙ্গে সমন্বয়ক বা অন্য কেউ জড়িত থাকলে বহিষ্কার এবং ব্যবস্থা নেওয়া হবে। এ সময় কেন্দ্রীয় এই সমন্বয়ক অভিযোগ তুলে বলেন, ১৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগ ও ছাত্রলীগ ছদ্মবেশে বিতর্কিত কর্মকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। এ ছাড়াও শিক্ষার্থীদের ট্রাফিকের দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন সারজিস আলম।