খন্দকার ছদরুজ্জামান, জেলা প্রতিনিধি,নড়াইল:
অদ্য ১ ফেব্রুয়ারি’২৪ পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) শেখ মিজানুর রহমানের অবসরজনিত বিদায় এবং পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মোঃ ফজলুল হক এর বদলিজনিত বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক স্বরূপ ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা জানান নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। পুলিশ পরিদর্শক (সঃ) মোঃ ফজলুল হক এর চট্টগ্রাম রেঞ্জে বদলী হয়েছে। পুলিশ পরিদর্শক (নিঃ) শেখ মিজানুর রহমান ১৯৮৪ সালে কনস্টেবল পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। পরবর্তীতে তিনি ১৯৯৭ সালে এএসআই (নিঃ), ২০০৩ সালে এসআই (নিঃ) এবং ২০১৭ সালে পুলিশ পরিদর্শক(নিঃ) পদে পদোন্নতি প্রাপ্ত হন। তিনি চাকরি জীবনে যশোর, চট্টগ্রাম, খাগড়াছড়ি, পিরোজপুর, ডিএমপি এবং জিএমপিতে কর্মরত ছিলেন। তিনি সর্বশেষ পুলিশ পরিদর্শক(অপারেশনস্) হিসেবে লোহাগড়া থানায় কর্মরত ছিলেন। এ সময় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নড়াইলসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।